৪. ফেদেক অঞ্চলে ছারিয়্যা
সপ্তম হিজরীর শাবান মাস
দুই পর পর ক্ষত শুকালে তিনি মদীনায় ফিরে আসেন।
৫. ছারিয়্যা মাইফাআ
সপ্তম হিজরীর রমযান মাস
গালিব ইবনে আবদুল্লাহর নেতৃত্বে এই ছারিয়্যা বনু আউয়াল এবং বনু আবদ ইবনে ছালাবা গোত্রকে শিক্ষা দেয়ার জন্য পাঠানো হয়। অপর এক বর্ণনায় জুহাইনা গোত্রের হারকাত শাখার লোকদের শিক্ষা দেয়ার জন্য পাঠানো হয় বলে উল্লেখ রয়েছে। এতে মুসলমানের সংখ্যা ছিলো একশত ত্রিশ। এরা শত্রæদের উপর একযোগে হামলা করেন।
আর রাহীতুল মাখতুম, মূল : আল্লামা সফিউর রহমান মোবারকপুরী, অনুবাদ: খাদিজা আখতার রেজায়ী
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন