অভি মঈনুদ্দীন : শরৎ চন্দ্রের বিখ্যাত উপন্যাস দেবদাসের তিন চরিত্র দেবদাস, পার্বতী ও চন্দ্রমুখীকে নিয়ে লেখা একটি গানে কণ্ঠ দিলেন সঙ্গীতশিল্পী দিঠি আনোয়ার। তার বাবা গাজী মাজহারুল আনোয়ার গানটি লিখেছেন। গানের কথা হচ্ছে ‘দেবদাস তুমি পার্বতীকে ভালোবেসোনা, চন্দ্রমুুখীর কাছে এসো না’। বাবার কাছ থেকে এমন গান পেয়ে দিঠি আবেগাপ্লুত হয়ে পড়েন। গানের সুর ও সঙ্গীতায়োজন করেছেন আহমেদ কিসলু। এরইমধ্যে গানটির রেকর্ডিং-এর কাজ শেষ হয়েছে। দিঠি বলেন, ‘গানটি ভিন্ন ধরনের রোমান্টিক গান। বাবার গান লেখা নিয়ে নতুন করে বলার কিছু নেই। এমন একটি গান গাওয়ার সৌভাগ্য যে আমার কখনো হবে এটা কল্পনাতেও ছিলো না। আমি সত্যিই উপমহাদেশের বরেণ্য এই গীতিকবি-আমার বাবার কাছে কৃতজ্ঞ। সেইসাথে কিসলু ভাইয়ের প্রতিও শ্রদ্ধা, তিনি অসাধারণ সুর করেছেন। গানটি নিয়ে আমার অনেক বেশি আশা। সেই আশা যেন পূরণ হয়।’ দিঠি এখন আমেরিকায় আছেন। আগামী ৯ আগস্ট দেশে ফিরে এর মিউজিক ভিডিও নির্মাণ করবেন। মডেল হিসেবে নিজে থাকার পাশাপাশি দেবদাস, পার্বতী ও চন্দ্রমুখী চরিত্র তিনটিও থাকবে গানে গানে। উল্লেখ্য, গত বছরের শেষের দিকে বাজারে আসে দিঠি আনোয়ারের চতুর্থ একক অ্যালবাম ‘পোড়াচোখ’। তার অন্য তিনটি একক অ্যালবাম হচ্ছে ‘লাল গোলাপের শুভেচ্ছা’, ‘মরণ যদি হয়’ এবং ‘একালের গান সেকালের গান’।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন