শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

রংপুরকে শিরোপার প্রতিশ্রুতি মাশরাফির

| প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : মাশরাফি বিন মর্তুজার হাত ধরে বিপিএলের প্রথম আসরেই শিরোপা জিতেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এবার আর দলটি মাশরাফিকে রাখেনি। মাশরাফিও সেখানে থাকতে চাননি। একজন পেশাদার ক্রিকেটার হিসেবেই দল বদল করলেন। আগে থেকেই গুঞ্জন ছিল ভিক্টোরিয়া ছেড়ে রংপুর রাইডার্সে নাম লেখাচ্ছেন মাশরাফি বিন। আগেই জানা গিয়েছিল দলটির অধিনায়কই হচ্ছেন মাশরাফি। ঘরোয়াভাবে মাশরাফির সঙ্গে চুক্তিও সম্পন্ন করে নিয়েছিল রংপুর রাইডার্স। গতকাল আনুষ্ঠানিকভাবেই মাশরাফির সঙ্গে সেই চুক্তি সম্পন্ন করল রংপুর রাইডার্স কর্তৃপক্ষ। বসুন্ধরার ইস্টওয়েস্ট মিডিয়া কনফারেন্স হলে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রংপুরের পক্ষে উপস্থিত ছিলেন দলটির মালিক, সোহানা স্পোর্টসের এমডি সাফওয়ান সোবহান, রংপুর রাইডার্সের প্রধান নির্বাহী ইশতিয়াক সাদিক। চুক্তি স্বাক্ষর শেষে মাশরাফি বলেন, ‘আশা করি রংপুর রাইডার্স ভালো দল হবে। দারুণ কিছু পরিকল্পনা করে দলটি এগোচ্ছে। টিম ম্যানেজমেন্ট ভালো। দেরিতে দল গড়া শুরু করলেও আশা করি দুর্দান্ত দল গঠন করতে পারবে। কোচিং স্টাফরাও দারুণ। বিশ্বের অন্যতম সেরা কোচকে (টম মুডি) নিয়ে আসছে তারা। সঙ্গে কোচিং স্টাফদের মধ্যে রয়েছেন স্থানীয় নাজমুল আবেদিন ফাহিম ভাই। রফিক ভাই রয়েছেন মেন্টর হিসেবে।’ নিজেদের খুব ভারসাম্যপূর্ণ দল দাবি করে মাশরাফি বলেন, ‘রংপুর খুবই ভারসাম্যপূর্ণ একটি দল। প্রত্যাশাটা তাই আমাদের অনেক বেশি। প্রতিটি ম্যাচই চেষ্টা করব ভালো খেলার।’
শিরোপা জয়ের লক্ষ্যে এবার ভালো করেই মাঠে নেমেছে রংপুর। গত মে মাসে রংপুর রাইডার্সের মালিকানা নিজেদের করে নিয়েছিল বসুন্ধরা গ্রæপ। নতুন মালিকানায় দলটি ইতিমধ্যে টি-টোয়েন্টির নামকড়া ক্রিকেটারদের দলে ভিড়িয়েছে। সেই তালিকায় আছেন- ক্রিস গেইল, স্যামুয়েল বদ্রি, রবি বোপারা, থিসারা পেরেরা। শোনা যাচ্ছে, রংপুরের সাথে যুক্ত হতে পারেন ডেভিড ওয়ার্নার, ক্রিস মরিসের মতো ক্রিকেটাররাও। মাশরাফির সংযুক্তি দলটিকে আরো শক্তিশালী করবে তা বলার অপেক্ষা রাখে না।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন