বিনোদন রিপোর্ট: কিলার নামে একটি সিনেমায় জুটি বেঁধে অভিনয় করছেন চিত্রনায়ক ইমন ও নবাগতা মৌ খান। সিনেমাটির নির্মাণ কাজ প্রায় শেষের দিকে। এরই মধ্যে ইমন-মৌ জুটি একটি বিজ্ঞাপনের মডেল হলেন। রিদিশা সল্ট বিস্কুট নামের এই বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন নঈম ইমতিয়াজ নেয়ামুল। স¤প্রতি রাজধানীর একটি স্টুডিওতে বিজ্ঞাপনটির নির্মাণ কাজ শেষ হয়েছে। মৌ খান বলেন, এটি আমার তৃতীয় বিজ্ঞাপন। ইমন ভাইয়ার সঙ্গে চলচ্চিত্রে কাজ করলেও বিজ্ঞাপনে প্রথম কাজ করলাম। এদিকে ইমন বর্তমানে অভিনয় করছেন শ্রাবণ তোমাকে এবং সমাধান নামে দুটি সিনেমা। গত মে মাসে তার অভিনীত পরবাসিনী সিনেমাটি মুক্তি পায়। অন্যদিকে মৌ খান বান্ধব এবং বাহাদুরি নামের দুটি সিনেমায় কাজ করছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন