আশিক বন্ধু: আজ মুক্তি পাচ্ছে মধু হই হই বিষ খাওয়াইলা সিনেমাটি। জসিম উদ্দিন জাকিকের পরিচালনায় এতে অভিনয় করেছেন সাইফ খান, জেফ ও নবাগত রোদেলা তিথী। অন্যন্যদের মধ্যে অভিনয় করেছেন, সিরাজ হায়দার, কাবিলা, রেবেকা, সোহেল রশিদ, বাঘা মন্টু, ববি, জ্যাকি, ডলার, মন্টু, নিশা সহ অনেকে। ৫০টির অধিক সিনেমা হলে সিনেমাটি মুক্তি পাবে। পরিচালক জসিম উদ্দিন জাকির বলেন, আমি পরিশ্রমী এবং আশাবাদী মানুষ। তাই ভালবাসার সবটুকু উজাড় করে সিনেমাটি বানিয়েছি। মানুষের জীবনের খুব কাছের গল্প, পারিবারিক, সামাজিক চিন্তা, বিনোদন সবকিছু অত্যন্ত সুন্দরভবে সিনেমাটিতে তুলে ধরা হয়েছে। সিনেমাটি দেখে দর্শক আনন্দ পাবেন। নায়ক সাইফ খান বলেন, মনপ্রাণ উজাড় করে কাজ করেছি। সবমিলিয়ে সিনেমাটি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। গান, গল্প, সবকিছুর মধ্যে বাস্তবতা আছে। আইরিন সুলতানা প্রযোজিত এ ওয়ান ফিল্ম পরিবেশিত আব্দুল মোতালেব নিবেদিত সিনেমার কাহিনী, চিএনাট্য সংলাপ ও পরিচালনা করেছেন জসিম উদ্দিন জাকির।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন