বিনোদন ডেস্ক: মুক্তি পেয়েছে শাহরুখের বহুল আলোচিত সিনেমা জাব হ্যারি মেট সেজল। সিনেমাটি পরিচালনা করেছেন ইমতিয়াজ আলী। বলিউড বাদশার সিনেমাটি মুক্তি দেয়ার কথা ছিল ১১ আগস্ট। ঐ দিন মুক্তি পাচ্ছে অক্ষয় কুমার এবং ভ‚মি পেডনেকর অভিনীত স্বচ্ছ ভারত অভিযানের ওপর নির্মিত টয়লেট : এক প্রেম কথা। এ কারণেই নির্মাতা মুক্তির তারিখ এগিয়ে এনেছেন।জাব হ্যারি মেট সেজল সিনেমায় শাহরুখের বিপরীতে অভিনয় করেছেন আনুশকা শর্মা। রাব নে বানা দে জোড়ি, জাব তাক হে জান সিনেমার এই জুটি আবারও বক্স অফিস কাঁপাবে এমনটাই ধারণা করা যাচ্ছে। তার আভাস মিলেছে সিনেমাটিতে অরিজিতের গাওয়া হাওয়ায় শিরোনামের গানটির তুমুল জনপ্রিয়তায়। কিছুদিন আগে থেকে সিনেমাটির মুক্তি উপলক্ষে জোর প্রচারণা চালিয়েছেন শাহরুখ খান। ছুটে গেছেন ভারতের এ প্রদেশ থেকে আরেক প্রদেশে। কখনও সিনেমার প্রচারে রাজস্থানে গিয়ে সোনার থালায় খাবার খেয়েছেন, আবার কখনও বানারসে গিয়ে খিলি পান খেয়েছেন। এখন দেখার বিষয়, সিনেমাটির সাফল্য কতটুকু হাতের মুঠোয় আনতে পারেন বলিউড বাদশাহ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন