স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে : রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে নরসিংদীতে বিক্ষোভ প্রদর্শন করেছে নরসিংদী জেলা ইমাম পরিষদ। বিক্ষোভে নেতৃত্ব দিয়েছেন ইমাম পরিষদের সভাপতি মাওলানা ইসমাইল নূরপুরী। মিছিলোত্তর সমাবেশে মাওলানা ইসমাইল নুরপুরী বলেন, মায়ানমারে মানবতা এখন বিধ্বস্ত। মানুষ ও মানবতার কোন মুল্য সেখানে নেই। সেখানে মানুষকে পশুর মত হত্যা করা হচ্ছে। মানুষকে যেভাবে জীবিত অবস্থায় অঙ্গ প্রত্যঙ্গ কেটে কেটে হত্যা করা হচ্ছে এভাবে কোন জানোয়ারকেও হত্যা করা হয় না। মায়ানমারের অং শান সুচির ও তার সেনাবাহিনী মানবতাকে পাশবিকতার মধ্যে বিলীন করে দিয়েছে। অথচ মানবতাবাদীরা টু শব্দটিও করছে না। তিনি বলেন মানুষ নামের এসব পশুরা আল্লাহর গজবে ধ্বংস হয়ে যাবে। আমরা যদি এই পাশবিকতার প্রতিবাদ না করি সে গজব থেকে কেউ রক্ষা পাবো না। তিনি রোহিঙ্গা গণহত্যা বন্ধে জাতিসংঘসহ বিশ্ব বিবেককে এগিয়ে আসার আহবান জানান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইমাম পরিষদের সহ-সভাপতি মুফতি রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল বারী, পরিষদ নেতা মুফতি ওয়ালিউল্লাহ, মাওলানা ফায়জুল্লাহ করিম, মাওলানা কাজী সলিমুল্লাহ। মিছিলটি নরসিংদী পৌরসভা চত্বর থেকে শুরু হয়ে নরসিংদী রেলস্টেশনের গিয়ে শেষ হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন