শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

নতুন গান নিয়ে ফিরলেন উইল স্মিথ

| প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

অনেকেরই জানা অভিনেতা উইল স্মিথ একজন সফল র‌্যাপ গায়ক। তবে দীর্ঘদিন তিনি সঙ্গীত জগতে অনুপস্থিত আছেন। অবশেষে ১২ বছর পর তিনি তার নতুন গান ‘গেট লিট’ দিয়ে সঙ্গীত জগতে ফিরলেন।
৪৮ বছর বয়সী তারকাটি তার ফেইসবুক অ্যাকাউন্টের মাধ্যমে ডিজে জ্যায জেফের সঙ্গে এই গানটির ঘোষণা দিয়েছেন।
‘সুইসাইড স্কোয়াড’ তারকাটি গানটির ভিডিওর সঙ্গে ক্যাপশন দিয়েছেন : “স্টুডিওতে কাজ করে যাচ্ছে, ক্রোয়েশিয়া আর যুক্তরাজ্যের ভক্তদের জন্য এই নতুন গানটি রেকর্ড করার চেষ্টা করছি.. কোনও পরিকল্পনা নেই, চাপও নেই। ডিজে জ্যাযি জেফের সঙ্গে একেবারে মৌলিক কিছু করলাম। তৈরি হল ‘গেট লিট’।”
তিনি আরও লিখেছেন, “তাই আমি এমন একটি গান রেকর্ড করলাম যেটি সবাইকে নিজের আলোতে জ্বলতে উৎসাহিত করবে।”
দুই গায়ক সর্বশেষ ১৯৯৮ সালে ‘লাভলি ডেইয’ গানটি একসঙ্গে গেয়েছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন