বিনোদন রিপোর্ট: উপস্থাপনা এবং অনুষ্ঠান পরিচালনান পাশাপাশি এবার ম্যাগাজিন অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করলেন জনপ্রিয় উপস্থাপক খন্দকার ইসমাইল। ‘আমি ভালো নেই, আমি ভালো নেই , মাগো তোমায় ছাড়া’ মাকে নিয়ে নির্মিত বিশেষ মৌলিক গানে কন্ঠ দিয়েছেন তিনি। গানের কথা লিখেছেন দেলোয়ার আরজুদা শরফ ও সুর করেছেন ইফতেখার ইফ্তি। ‘স্মাইল শো’ শিরোনামের ম্যাগাজিন অনুষ্ঠানটির উপস্থাপনা ও পরিচালনাও করে থাকেন খন্দকার ইসমাইল। অনুষ্ঠানে আরও রয়েছে রোহিঙ্গাদের মানবিকতর বিপর্যয় নিয়ে অনুরূপ আইচ এর লেখা মানবতার বিশেষ গান। এ গানে কন্ঠ দেন খন্দকার বাপ্পি ও ইশরাক। এছাড়াও থাকবে সাম্যের কবি ও মানবতার কবি কাজী নজরুল ইসলামের গানের সাথে নৃত্য পরিবেশনা, কবিতা আবৃত্তি, সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে স্কিট এবং অন্যান্য পরিবেশনা। অনুষ্ঠানটি আজ রাত ১০.৫৫টায় প্রচার হবে এটিএন বাংলায়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন