শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

এফ আই মানিকের পাশে দাঁড়ালেন অনন্ত

| প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক এফ আই মানিকের দুর্দিনে তার পাশে দাঁড়ালেন জনপ্রিয় নায়ক, প্রযোজক এবং শিল্পপতি অনন্ত জলিল। চলচ্চিত্রের মানুষ হিসেবে এটা নিজের কর্তব্য বলেই মনে করেন তিনি। এ বিষয়ে তিনি গত বৃহস্পতিবার তার ফেসবুক ওয়ালের এক পোস্টে বলেন, বন্ধুগণ, আজ দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে কিছু কথা বলব। অতি কষ্টের সঙ্গে বলতে হচ্ছে, আমাদের চলচ্চিত্র পরিবারের গুণী পরিচালক এফ আই মানিক ভাই, যিনি চলচ্চিত্র পরিচালক সমিতির সাবেক মহাসচিব ও বহু জনপ্রিয় চলচ্চিত্রের স্বনামধন্য পরিচালক। আমাদের চলচ্চিত্রের জন্য, চলচ্চিত্রের দর্শকসহ সকলের জন্য যিনি এতকিছু করেছেন, তাকেই আজ অর্থ কষ্টে ভুগতে হচ্ছে। তিনি বলেন, এই স্বনামধন্য পরিচালক অর্থের অভাবে স্ত্রীর চিকিৎসা সঠিকভাবে চালাতে পারছেন না। যদিও তা আমি জানতাম না। কিন্তু, গতকাল (বুধবার) হঠাৎ তিনি আমার অফিসে এসে উপস্থিত হন। সে সময় আমি অফিসে উপস্থিত না থাকায় তাকে বেশ সময় অপেক্ষা করতে হয়, যা আমার জন্য ব্যর্থতা। কারণ, আমার জন্য এত বড় মাপের পরিচালককে অপেক্ষা করতে হয়েছে। যখন উনার মুখোমুখি হই, তখন তার চেহারা বেশ মলিন ছিল। তিনি আমাকে তার কষ্টের কথার সঙ্গে, অর্থের অভাবে স্ত্রীর চিকিৎসা করাতে পারছেন না বলে আমাকে জানান। তার কথা শুনে আমি বেশ আশাহত হই। তার মত গুণী পরিচালককে অর্থের অভাবে আজ দ্বারে দ্বারে ঘুরতে হচ্ছে। যার হাত ধরেই অনেক তারকা প্রতিষ্ঠিত হয়েছে। যদিও এই গুণী পরিচালকের সঙ্গে আমার কাজ করার সৌভাগ্য হয়নি। তবুও এ বিখ্যাত পরিচালক আমার কাছে এসে হতাশ হয়ে ফিরে যাবেন, তা হবে অনন্ত জলিলের অন্যতম ব্যর্থতা। তিনি বলেন, তাই আমার যতটুকু সামর্থ্য, ততটুকু দিয়ে তাকে সহযোগিতা করার চেষ্টা করেছি এবং আশা করি, প্রতিষ্ঠিত তারকা ও চলচ্চিত্র পরিবারের সদস্যসহ অন্যরাও এফ আই মানিক ভাইয়ের সাহায্যে এগিয়ে আসবেন। তিনি বলেন, এটা সাহায্য বললেও ভুল হবে, এটা আমাদের কর্তব্য। আশা করি, তার মত কোনো গুণীজনকে যেন দ্বারে দ্বারে যেতে না হয়, আমরাই যেন তাদের প্রয়োজনে তাদের কাছে পৌঁছে যাই। উল্লেখ্য, অনন্ত জলিল শুধু চলচ্চিত্র পরিবারের সদস্যদের পাশেই দাঁড়ান না, তিনি অতি সাধারণ এবং অসহায়-দুঃস্থ মানুষের পাশে সবসময়ই পাশে দাঁড়ান। এর অসংখ্য নজির রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন