বেশ ব্যস্ততায় সময় কাটছে সোনম কাপুরের। টুইঙ্কল খান্না প্রযোজিত ‘প্যাডম্যান’ ফিল্মটির কাজ শেষ করে তিনি সঞ্জয় দত্তর জীবনী চলচ্চিত্রে তার অংশের কাজ শেষ করেছেন তিনি স¤প্রতি। এরপরই তিনি কারিনা কাপুর এবং স্বরা ভাস্করের সঙ্গে তার ‘বিরে দি ওয়েডিং’ ফিল্মটির কাজ শুরু করেছেন।
সোশাল মিডিয়াতে বরাবর সক্রিয় সোনম তার টুইটার পেইজের মাধ্যমে ঘোষণা দিয়েছেন ২০১৮’র জন্য তিনি দুটি ফিল্মে কাজ করার প্রতিশ্রæতি পাকা করে ফেলেছেন। সদ্য স্বাক্ষর করা দুটি ফিল্মের কাজই আগামী বছরের কোনও এক সময় শুরু হবে।
সোনম টুইট করেছেন : “কাজ শেষ হয়েছে ‘প্যাডম্যান’, ‘দত্ত’ আর ‘বিরে দি ওয়েডিং’। এই বছর চলচ্চিত্রায়ন শেষ হয়েছে, আগামী বছর মুক্তি পাবে। আগামী বছর আমি নতুন দুটি ফিল্মের কাজ শুরু করব!”
তিনি আরও লিখেছেন : “অচিরেই রোমাঞ্চকর ঘোষণা দেব! আশা করি আপনারা নিরাশ হবেন না! এই বছর অনেক পরিশ্রম করেছি!”
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন