ইনকিলাব ডেস্ক : সিরিয়া ও ইরান বিষয়ে আলোচনা করতে রাশিয়া যাচ্ছেন সউদী বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় থাকবে কিভাবে বিশ্ববাজারে তেলের দাম পতন ঠেকানো যায় সেই বিষয়ও। গতকাল বুধবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের মিত্র দেশ সউদী আরব বিশ্বের সবচেয়ে বড় তেল রফতানিকারক। সউদী আরবের কোনো বাদশাহ এই প্রথম রাষ্ট্রীয় সফরে রাশিয়া যাচ্ছেন। সউদী আরবের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন সালমান। ১০০ কোটি ডলারের একটি বিদ্যুৎ প্রকল্পও এইসময় চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। রয়টার্স, আরটি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন