রাজনৈতিক উদ্দেশ্য হাসিল না হওয়ায় একটি দল প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে নিয়ে মায়াকান্না করছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। রোববার বেলা পৌনে ১২ টার দিকে সচিবালয়ের নিজ দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
বিএনপিকে উদ্দেশ্য করে আইনমন্ত্রী বলেন, কিছু কিছু রাজনৈতিক মহল কোনো ইস্যু না থাকায় তারা প্রধান বিচারপতির অসুস্থতা ও ছুটির বিষয়টিকে ইস্যু বানিয়েছে। তাদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল না হওয়ায় এখন তারা প্রধান বিচারপতিকে নিয়ে মায়াকান্না করছে।
তিনি বলেন, প্রধান বিচারপতির অসুস্থতা ও ছুটি নিয়ে বিতর্কের কোনো অবকাশ নেই। কোনো দ্বিধা দ্বন্দ্বও নেই। আমি জানি প্রধান বিচারপতি অসুস্থতার কারণে ছুটির আবেদন করেছেন। আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিয়েছি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন