শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

রাজনৈতিক উদ্দেশ্য হাসিল না হওয়ায় প্রধান বিচারপতিকে নিয়ে তাদের মায়াকান্না: আইনমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০১৭, ১২:৫০ পিএম

রাজনৈতিক উদ্দেশ্য হাসিল না হওয়ায় একটি দল প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে নিয়ে মায়াকান্না করছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। রোববার বেলা পৌনে ১২ টার দিকে সচিবালয়ের নিজ দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
বিএনপিকে উদ্দেশ্য করে আইনমন্ত্রী বলেন, কিছু কিছু রাজনৈতিক মহল কোনো ইস্যু না থাকায় তারা প্রধান বিচারপতির অসুস্থতা ও ছুটির বিষয়টিকে ইস্যু বানিয়েছে। তাদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল না হওয়ায় এখন তারা প্রধান বিচারপতিকে নিয়ে মায়াকান্না করছে।
তিনি বলেন, প্রধান বিচারপতির অসুস্থতা ও ছুটি নিয়ে বিতর্কের কোনো অবকাশ নেই। কোনো দ্বিধা দ্বন্দ্বও নেই। আমি জানি প্রধান বিচারপতি অসুস্থতার কারণে ছুটির আবেদন করেছেন। আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিয়েছি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন