বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কক্সবাজার সফর সফল ও সুষ্ঠু করতে সরকারের সহযোগিতা কামনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার সকাল ১০ টার দিকে সাংবাদিকদের কাছে মির্জা ফখরুল এ সহযোগিতা চাওয়ার কথা জানান।
মির্জা ফখরুল বলেন, মিয়ানমারকে সমর্থনকারী প্রভাবশালী দেশগুলোর সঙ্গে আলোচনা ছাড়া রোহিঙ্গা সংকট সমাধান সম্ভব নয়।
তিনি বলেন, আমাদের দলের চেয়ারপার্সনের কক্সবাজার সফল ও সুষ্ঠু করতে সরকারের সহযোগিতা কামনা করছি। পুলিশের মহাপরিদর্শক আমাদেরকে আশ্বস্ত করেছেন যে, তারা নিরাপত্তা দেবেন। আমরা আশা করবো পথিমধ্যে সরকার সহযোগিতা করবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন