শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

ক্যামেরনের খুনে ব্যাটিং, বিশাল সংগ্রহের পথে ঢাকা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০১৭, ৮:২৫ পিএম

প্রথম ম্যাচে সিলেট সিক্সার্সের কাছে ওমন বাজেভাবে হারই হয়তো তাঁতিয়ে তুলেছে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসকে। যে তাপে পুড়ে ছারখার হওয়ার পথে খুলনা টাইটান্স।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টোয়েন্টি-টুয়েন্টি ক্রিকেট পঞ্চম আসরের চতুর্থ ম্যাচে টস জিতে ঢাকা ডায়নামাইটসকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান খুলনা। প্রথম ম্যাচেই অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের এই সিদ্ধান্ত ঢেলে দিয়েছে প্রশ্নের মুখে। তার বোলারদের রীতিমত কচুকাটা করে ১২ ওভারেই ১৪১ রান তুলে ফেলেছে ঢাকা। হারাতে হয়েছে মাত্র ১ উইকেট। ১০৩ রানের জুটিতে ব্যাট করছেন ইভিন লুইস ও ক্যামেরন ডেলপোর্ট। ৩৫ বলে ৬ চার ও ২ ছয়ে ৫৫ রানে অপরাজিত আছেন লুইস। দক্ষিণ আফ্রিকান অল-রাউন্ডার ক্যামেরন আছেন আরো খুনে মেজাজে। ২৮ বছর বয়সী অপরাজিত আছেন মাত্র ২৫ বলে ৬২ রানে। চার ৪টি, ছক্কা হাঁকিয়েছেন তার চেয়ে একটি বেশি।
ঢাকা ডায়নামাইটস দল : সাকিব আল হাসান (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ শহিদ, আবু হায়দার, জহিরুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, সুনীল নারাইন, কুমার সাঙ্গাকারা (উইকেটরক্ষক), এভিন লুইস, ক্যামেরন ডেলপোর্ট ও কাইরন পোলার্ড।
খুলনা টাইটান্স দল : মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), কার্লোস ব্রার্থওয়েট, নাজমুল শান্ত, জোফরা আর্চার, রিলি রোসৌ, আরিফুল হক, আবু জায়েদ রাহি, মোশাররফ হোসান রুবেল, আকিলা ধনানঞ্জয়া, চাঁদউক ওয়ালটন (উইকেটরক্ষক) ও শফিউল ইসলাম।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন