পতাকা বৈঠকের মাধ্যমে ভারতে আটক এক বাংলাদেশি যুবককে ফেরত দিয়েছে বিএসএফ।
রবিবার বেলা ১২টার দিকে কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের হিজলদী সীমান্তের মেইন পিলার ১৪ এর সন্নিকটে এই বৈঠক হয়। ফেরত আসা যুবকের নাম সাগর গাজী (১৯)। সে সাতক্ষীরা জেলার আশাশুনি থানার বিছোট গ্রামের সাহেব আলী গাজীর ছেলে।
৩৮ বিজিবি’র হিজলদি ক্যাম্প কমান্ডার জানান, ২/৩দিন আগে অবৈধপথে ভারতে গিয়ে শনিবার সন্ধ্যায় বিএসএফের হাতে আটক হয় বাংলাদেশি যুবক সাগর। পরে রবিবার পতাকা বৈঠকের মাধ্যমে হিজলদী ক্যাম্পের বিজিবি সদস্যদের কাছে তাকে হস্তান্তর করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন হিজলদী ক্যাম্পের নায়েক সুবেদার ওমর ফারুক। বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ভারতের আরশিকড়ি ক্যাম্পের এস আই মারমা। সাগর গাজীকে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন