সীমানা পিলার সংস্কার নিয়ে সাতক্ষীরা সীমান্তে বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। বুধবার সকাল ১০ টায় সদর উপজেলার তলুইগাছা সীমান্তের মেইন পিলার ১৩ এর কাছে বাংলাদেশ সীমানায় ঘন্টাব্যাপী অনুষ্ঠিত বৈঠকে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সরকার মোঃ মোস্তাফিজুর রহমান এবং বিএসএফ ৭৬ ব্যাটালিয়নের অধিনায়ক নরেন্দ্র শিং নিজ নিজ সদস্যদের প্রতিনিধিত্ব করেন।
বৈঠকে উভয় পক্ষ একমত পোষণ করেন যে, সীমান্তের অনেক সীমানা পিলারে এখনো পাকিস্তান লেখা রয়েছে। এ নাম মুছে ফেলে নিজ নিজ দেশের নাম (বাংলাদেশ-ভারত) লেখাসহ মরচে ধরা বা ক্ষয়ে যাওয়া পিলারগুলো নতুনভাবে স্থাপন করতে হবে। এছাড়া, সীমান্তে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ বন্ধ করা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে বিজিবি’র একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন