বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নে অভিযান চালিয়ে লোকমান ও টিটু নামের দুই যুবককে আটক করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে ৩ হাজার ৭শ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ৩লাখ ২৩হাজার টাকা উদ্ধার করা হয়। রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাদের আটক করা হয়। আটককৃতরা আলাইয়াপুর ইউনিয়নের বাসিন্দা।
র্যাব-১১, সিপিসি লক্ষ্মীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক ও সিনিয়র সহকারী পুলিশ সুপার জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আলাইয়াপুর থেকে ইয়াবা ও নগদ টাকা মাদক সম্রাট লোকমান ও টিটুকে আটক করা হয়েছে। আটককৃতরা ওই এলাকা’সহ আশপাশের এলাকায় বিভিন্ন চক্রের মাধ্যমে দীর্ঘদিন মাদক ব্যবসা করে আসছিল। ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন