বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ঝিনাইদহে আজান দিতে দিতে মারা গেলেন মুয়াজ্জিন

ঝিনাইদহ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ ডিসেম্বর, ২০১৭, ৫:৫০ পিএম

ঝিনাইদহের কালীগঞ্জে এবার আজান দিতে দিতে মারা গেলেন আব্দুল মালেক বিশ্বাস (৬০) নামের এক মুয়াজ্জিন। ঘটনাটি ঘটেছে রোববার ভোরে কালীগঞ্জ উপজেলার ৫ নং শিমলা রোকনপুর ইউনিয়নের পাতবিলা গ্রামে। আব্দুল মালেক এই গ্রামের মৃত জব্বার বিশ্বাসের ছেলে। পাতবিলা গ্রামের ইউপি মেম্বার নাসির উদ্দীন জানান, প্রতিদিনের মতো রোববার ভোর ৫টার দিকে মালেক বিশ্বাস ফজরের আজান দিতে মসজিদে যান। এরপর আজান দেওয়া শুরু করেন। আজান অর্ধেক হওয়ার পর তিনি মাটিতে পড়ে যান। এ সময় মসজিদে নুর আলী নামের এক মুসল্লি উপস্থিত ছিলেন। তিনি অসুস্থ মুয়াজ্জিনের সঙ্গে কথা বলার চেষ্টা করলেও তিনি কোনো কথা বলতে পারেননি। এর কিছুক্ষণ পর গ্রামের অন্য মুসল্লিরা মসজিদে এসে তাকে মৃত অবস্থায় দেখতে পান। ৫নং শিমলা রোকনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল ঘটনার বর্ণনা দিয়ে জানান, এমন মৃত্যু সচরাচর দেখা যায় না।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
md amin uddin ১৭ ডিসেম্বর, ২০১৭, ৮:২৬ পিএম says : 0
আজান দিতে দিতে মারা গেলেন মুয়াজ্জিন, এমন মৃত্যু সচরাচর দেখা যায় না। আল্লাহ তাঁকে জান্নাতুল ফেনদাউস দান করুন আমিন।
Total Reply(0)
S. Anwar ১৭ ডিসেম্বর, ২০১৭, ১০:০১ পিএম says : 0
নিঃসন্দেহে উনি একজন নেককার বান্দা ছিলেন। এমন সুন্দর ও সৌভাগ্যের মৃত্যু কয়জনের ভাগ্যে জোটে?
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন