মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

অনশন ভাঙলেন ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকরা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০১৮, ৩:২২ পিএম

সরকারের দেয়া আশ্বাসের ভিত্তিতে অনশন ভাঙলেন ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকরা। আজ দুপুরে প্রেসক্লাবে শিক্ষা সচিব আলমগীর হোসেন জাতীয়করণের আশ্বাস নিয়ে গেলে তারা অনশন ভাঙেন। ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মহাসচিব কাজী মোখলেছুর রহমান জানান, সরকারের পক্ষ থেকে আমরা আশ্বস্ত হয়ে অনশন ভেঙেছি। তবে কোনো সুনির্দিষ্ট নির্দেশনা পাইনি।
শিক্ষকদের এ নেতা আরো জানান, জাতীয় বাজেটে যদি ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণ বিষয়ে কোনো বিষয় চূড়ান্ত না থাকে তাহলে আবারো অনশনে যাবেন তারা।
উল্লেখ্য, গত আটদিন ধরে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন করে আসছেন শিক্ষকরা। অনশনে এ পর্যন্ত ১৮৬ শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩০ জন। আজ মঙ্গলবার নতুন করে আরও ৯ শিক্ষক অসুস্থ হয়ে পড়েন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন