শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের মহা-সম্মেলন সম্পন্ন করতে শেরপুরে জমিয়াতুল মোদার্রেছীনের প্রস্তুতি সভা

শেরপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০১৮, ৭:৩৮ পিএম

মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের চাকুরী জাতীয়করণের দাবীর প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর নেকদৃষ্টি আকর্ষণের লক্ষ্যে আগামী ২৭ জানুয়ারি ঢাকার সহরোয়ার্দী উদ্যানে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন আহুত মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের মহা-সম্মেলন সম্পন্ন করতে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন শেরপুর জেলা শাখার পক্ষ থেকে প্রস্তুতি নেয়া হয়েছে। সম্মেলন সম্পন্ন করতে জেলা ও ৫টি উপজেলায় মতবিনিময় সভা করেছে সংগঠনটি। জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাও: আব্দুর রাজ্জাককে আহবায়ক করে ৫ সদস্য বিশিষ্ট একটি উপ কমিটি গঠন করা হয়েছে। সম্মেলন প্রস্তুতির লক্ষ্যে বিভিন্ন মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন শেরপুর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাও: নুরুল আমীন, সিনিয়র সহসভাপতি অধ্যক্ষ মাও: নবী হোসেন, সাধারণ সম্পাদক মো: মেরাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাও: আব্দুর রেজ্জাক, শ্রীবরদী কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাও: আব্দুল হালিম, ইদ্রিসিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাও: ফজলুর রহমান, দীঘিরপাড় ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাও: সুলতান মাহমুদ খসরু, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাও: শরাফত আলী প্রমুখ।

 

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন