ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় এলাকায় প্রায় ১৫ কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার (২৬ জানুয়ারি) ভোর থেকে এ যানজটের সৃষ্টি হয়। এতে চরম বিপাকে পড়েছে মহাসড়কে চলাচলকারী যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট আরো তীব্র আকার ধারণ করেছে।
এ প্রসঙ্গে টাঙ্গাইল রাবনা বাইপাসের ট্রাফিক ইনচার্জ এরশাদ হোসেন জানান, শুক্রবার ছুটি উপলক্ষে অতিরিক্ত গাড়ির চাপ বৃদ্ধি এবং দুটি গাড়ির দুর্ঘটনার কারণে এ যানজটের সৃষ্টি হয়েছে।
তিনি আরো বলেন, মহাসড়কের কাজ চলমান থাকাসহ রসুলপুর সেতু নির্মাণে টাঙ্গাইল সীমানায় প্রায় সময় দেখা দিচ্ছে তীব্র যানজট। এ যানজট নিরসনে জেলা ও হাইওয়ে পুলিশ চেষ্টা অব্যাহত রেখেছে বলেও জানান তিনি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন