লক্ষ্মীপুরে আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে মো. সামছুদ্দিন নামে বিএনপির একটি ওয়ার্ড শাখার সভাপতিকে তুলে নেওয়ার অভিযোগ করেছে তার পরিবার। তিন দিন ধরে সামছুদ্দিনের হদিস মিলছে না জানিয়ে গভীর উদ্বেগও প্রকাশ করেছেন স্বজনরা।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকালে স্থানীয় একটি সংবাদপত্রের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ওই বিএনপি নেতার সন্ধান দাবি করেন পরিবারের সদস্যরা।
সামছুদ্দিন সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের আমানী লক্ষ্মীপুর গ্রামের মৃত গোলাম মাওলার ছেলে এবং চন্দ্রগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। তিনি পেশায় পার্শ্ববর্তী চাটখিলের দেলিয়াই বাজারের কাপড় ব্যবসায়ী।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন