শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী বিশ্ব

সিরিয়ায় চিরদিনের জন্য সেনাবাহিনী রাখতে চায় যুক্তরাষ্ট্র : ল্যাভরভ

| প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার ভেতরে চিরদিনের জন্য অবৈধভাবে সেনা মোতায়েন রাখার পরিকল্পনা নিয়েছে যুক্তরাষ্ট্র। তিনি মার্কিন এ পরিকল্পনার তীব্র নিন্দা জানান। গত শুক্রবার ইউরো নিউজকে ল্যাভরভ আরো বলেন, জাতিসংঘ ও সিরিয়া সরকারের কোনো অনুমতি ছাড়াই মার্কিন স্পেশাল ফোর্স সিরিয়ার ভেতরে গত কয়েক বছর ধরে তৎপর রয়েছে। তিনি বলেন, মার্কিন সেনারা সিরিয়ায় রয়েছে দুই থেকে তিন বছর। এ কাজে তাদেরকে যেমন সিরিয়া আমন্ত্রণ জানায় নি তেমনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাছ থেকে তারা কোনো অনুমতি নেয়নি। এটা সম্পূর্ণ অবৈধ। ল্যাভরভ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বিশ্বের বিভিন্ন দেশে মার্কিন সেনা উপস্থিতি কমছে না বরং দিন দিন তা বাড়ছে। এ থেকে পরিষ্কার হয় যে, যুক্তরাষ্ট্র সম্ভবত সিরিয়ায় চিরদিনের জন্য থাকার কৌশল নিয়েছে। তারা ঠিক এ কাজটিই করছে ইরাক ও আফগানিস্তানে। তিনি সতর্ক করে বলেন, সিরিয়ার ভেতরে যুক্তরাষ্ট্র আলাদা রাষ্ট্র গঠনের চেষ্টা করছে এবং যখনই তারা সিরিয়ায় স্থায়ী হয়ে যাবে তখন সিরিয়ার বিরাট অংশ কুর্দিদের সহায়তায় মূল রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন করে ফেলে সেখানে স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা করবে। পার্সটুডে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন