বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

তিন কবির গান নিয়ে অণিমা’র নতুন একক অ্যালবাম

| প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: রবীন্দ্র সঙ্গীতশিল্পী অণিমা রায় নতুন প্রজন্মের মধ্যে রবীন্দ্রনাথকে ছড়িয়ে দিতে নীরবে নিরলস শ্রম দিয়ে যাচ্ছেন অণিমা। রবীন্দ্রপ্রেমী শ্রোতা দর্শকের কাছে তাই অণিমা’র অবস্থান সবার চেয়ে একটু আলাদা। এই সঙ্গীতশিল্পী এবার তিন কবি অতুল প্রসাদ, রজনী কান্ত এবং ডি এল রায়’র গান নিয়ে তার নতুন একক অ্যালবাম ‘বিবর্তন’ নিয়ে আসছেন শ্রোতাদের জন্য। প্রত্যেক কবির তিনটি করে গান নিয়ে নতুন অ্যালবামে মোট নয়টি গান থাকছে বলে জানান অণিমা। অ্যালভামের কাভার ডিজাইন করছেন সব্যসাচী। এরইমধ্যে গানের রেকর্ডিং-এর কাজ শেষ হয়েছে। শিঘ্রই ইমপ্রেস অভিও ভিশনের ব্যানারে বাজারে আসবে বলে জানান অণিমা। এদিকে প্রথমবারের মতো কলকাতার চলচ্চিত্রে প্লে-ব্যাক করেছেন অণিম। মুরারী রক্ষিতের নির্মাণ চলতি চলচ্চিত্র ‘রি-ইউনিয়ন’ চলচ্চিত্রে রবীন্দ্রী সঙ্গীত গেয়েছেন তিনি। অণিমা জানান, তার গাওয়া গান দিয়েই শেষ হবে ‘রি-ইউনিয়ন’ চলচ্চিত্রটি। গল্পের শেষ প্রান্তে তার গান বেজে উঠবে। আর এই গান শেষ হবার মধ্যদিয়েই জীবনের মোড় পরিবর্তনের কঠিন সিদ্ধান্ত নেয়া হবে। অণিমা রায় বলেন, ‘এটা আমার জন্য অনেক বড় পাওয়া যে আমার কন্ঠে রবীন্দ্র সঙ্গীত শুনে নতুন প্রজন্মের শ্রোতারা আগ্রহী হয় গান শুনতে, আবার অনেকেই রবীন্দ্রসঙ্গীত শিখতেও আগ্রহী হন। রবীন্দ্র সঙ্গীতকে আমি আমার আত্মার উপসর্গ হিসেবে নিয়েছি বলেই আমি রবীন্দ্র সঙ্গীত গাওয়াটা ভীষণ উপভোগ করি। অনেকেই বলে থাকেন ইউটিউবের এই সময়ে রবীন্দ্র সঙ্গীত তার জৌলুস হারাবে আগামীতে। আমার কথা হচ্ছে, রবীন্দ্রনাথ জীবনকে এতোটাই গভীর থেকে উপলদ্ধি করে রবীন্দ্রসঙ্গীত লিখেছেন যার জৌলুস কখনোই হারাবার নয়, কোনভাবেই। মানুষের হাত, পা, চোখ না থাকলে যেমন প্রতিবন্ধী মনে হয় তেমনি আমাদের জীবন চলার পথে যদি রবীন্দ্র সঙ্গীত, নজরুল সঙ্গীত না থাকে তাহলে আমাদের জীবনের উপলদ্ধি প্রতিবন্ধীর মতোই মনে হবে। আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ যে তিনি আমাকে ছোট থেকে সব বয়সীদের রবীন্দ্র সঙ্গীতের মধ্যেদিয়ে রবীন্দ্রনাথকে বুঝাতে পারি।’ অণিমা রায় বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের চেয়ারম্যান হিসেবে কর্মরত। এই বিভাগের সহকারী অধ্যাপক তিনি। অণিমা’র গানের গুরু মিতা হক। তার একক অ্যালবামগুলো হচ্ছে ‘কোথা যাও’, ‘আমি চিত্রাঙ্গদা’, ‘ইচ্ছামতি’, ‘রবির আলো’, ‘তোমারও বিরহে’ এবং ‘প্রাণের মাঝে আয়’।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন