রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

রূপগঞ্জে ভুলতা ক্রীড়া নাইট ফুটবল টুর্নামেন্টে মানুষের ঢল

| প্রকাশের সময় : ৫ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভুলতা ক্রীড়া নাইট ফুটবল টুর্নামেন্ট প্রায় ১০ হাজার দর্শকের উপস্থিতিতে ফাইনাল ফেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে উপজেলার ভায়েলা কান্দারভিটা এলাকায় এ খেলার আয়োজন করা হয়। খেলায় ভুলতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু দাউদ মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, লেখক, কলামিস্ট, গবেষক ও রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলীম।
সন্ধ্যার পর থেকেই ফুটবল প্রেমী নারী-পুরুষরা কান্দারভিটা মাঠে আসতে শুরু করে। পুরো মাঠজুরে দর্শকদের ভির জমে যায়। রাত ১০টার দিকে ঝমকালো আয়োজনের মধ্যে দিয়ে খেলা শুরু করা হয়। ৯ম মিটিনের খেলা রাত সাড়ে ১১টায় গিয়ে শেষ হয়। খেলায় সোনাব শাহিন সিদ্দিক স্পোটিং ক্লাবকে দুটি গোল দিয়ে হারিয়ে কান্দারভিটা স্পোটিং ক্লাব বিজয়ী লাভ করেন। বিজয়ী দলকে এক লাখ টাকা ও পরাজিত দলকে ৩০ হাজার টাকা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন, নাবিল এগ্রো’র ব্যবস্থাপনা পরিচালক নাঈম ভুইয়া, জহির পলিমার ইন্ডাষ্ট্রিজের চেয়ারম্যান শাহিন স্বপন, ব্যবসায়ী তাজুল ইসলাম, রূপগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি মকবুল হোসেন, সাধারন সম্পাদক মোঃ খলিল সিকদার, মাসুম খাঁন, আরিফ হাসান আরব প্রমুখ। ধারা বিবরনিতে ছিলেন, শহিদুল্লাহ গাজী ও শাহিন মিয়া। সার্বিক তত্বাবধানে ছিলেন, শরীফুজ্জামান সুজন, সিফাত আহাম্মেদ সজিব।
এর আগে, বিকেলে মাঝিপাড়া এলাকার ডেফোডিল কিন্ডার গার্টেন এন্ড হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পুরুষ্কার বিতরন অনুষ্ঠানে স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি ডাক্তার মাহমুদুল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, লেখক, কলামিস্ট, গবেষক ও রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলীম। উপস্থিত ছিলেন, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহাম্মেদ আলমাছ, ভুলতা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল আউয়াল মোল্লা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন