বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

পাথরঘাটায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২ বরগুনা

জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ মার্চ, ২০১৮, ১১:০৩ এএম

বরগুনার পাথরঘাটা উপজেলার বলেশ্বর নদের মাঝের (বিহঙ্গ) চরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৮) সঙ্গে বনদস্যু হাসান বাহিনীর 'বন্দুকযুদ্ধে' দুই দস্যু নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
সোমবার (৫ মার্চ) ভোরে এ 'বন্দুকযুদ্ধের' ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ‘হাসান বাহিনীর সদস্য’ আতাউর সরদার (২৫) ও রবিউল মালি (২৭)।
বরিশাল র‌্যাব-৮ এর উইং কমান্ডার হাসান ইমন আল রাজিব বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে পাথরঘাটার বলেশ্বর নদের মাঝেরচরে (বিহঙ্গ) র‌্যাব সদস্যরা অভিযান চালায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সুন্দরবনের বনদস্যু হাসান বাহিনী সদস্যরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়লে র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ২ বনদস্যুর লাশ উদ্ধার করা হয়।
এ সময় ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয় বলেও জানান কমান্ডার আল রাজিব।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন