ফুলবাড়ী (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা : দিনাজপুরের ফুলবাড়ীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে ৪ ফেব্রয়ারি রোববার বিকেল সাড়ে ৫টায় স্থানীয় নিমতলা মোড় বিএনপি কার্যালয় থেকে নেতাকর্মীরা পৌর শহরের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন। উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ খুরশিদ আলম মতির নেতৃত্বে লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নেন সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার, সাধারণ সম্পাদক শাহাজুল ইসলাম, থানা যুবদলের সভাপতি তোফায়েল আহম্মেদ চৌধুরী, সাধারণ সম্পাদক আবু সাইদ, যুগ্ম-সাধারণ সম্পাদক এ এস এম শিবলী সাদিক, পৌর যুবদলের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক কাউন্সিলর গোলাফ্ফর হোসেন, থানা ছাত্র দলের সভাপতি মাহাবুব আলম মিলন, সাধারণ সম্পাদক জাকিউর রহমান চঞ্চল, পৌর ছাত্রদলের সভাপতি বেলাল হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নবাব সরকার, শ্রমিক দলের সভাপতি ফারুক আহম্মেদ পৌর বিএনপির সদস্য মানিক মন্ডলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন