বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ বৃহস্পতিবার ঢাকাসহ সারা দেশে অবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি। ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অবস্থান করবে কেন্দ্রীয় বিএনপি।
গত সোমবার রাজধানীর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালনের ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এদিকে অবস্থান কর্মসূচি বেলা ১১ থেকে পালনের ঘোষণা থাকলেও ১০ টা থেকেই দলের নেতাকর্মীরা প্রেসক্লাবের সামনে জড়ো হতে থাকেন। বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে অবস্থান কর্মসূচি সমাবেশে রূপ নিয়েছে। এতে বিএনপির কেন্দ্রীয় নেতা, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নিয়েছেন।
এর আগে গত ৬ ফেব্রুয়ারি খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে এক ঘণ্টা মানববন্ধন করে বিএনপি। একই দাবিতে এর আগে এক দফা মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে দলের নেতাকর্মীরা।
এদিকে আগামী ১২ মার্চ ঢাকায় সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। এবার তারা সমাবেশের অনুমতির বিষয়েও আশাবাদী।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন