সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ওয়াজিজের চিকিৎসায় সাহায্যের আবেদন

| প্রকাশের সময় : ৯ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

অভ্যন্তরীণ ডেস্ক : ২৫ বছরের তরুণ আবদুল ওয়াজিজ। বাবা-মাকে হারিয়ে লেখাপড়া তেমন করতে না পারলেও বেঁচে থাকার তাগিদে ছোটোখাট ব্যবসা শুরু করেন। জীবনকে রাঙাতে হাটি হাটি পা পা করে যখন এগুতে শুরু করলেন, তখনই জটিল রোগ এসে বাসা বাঁধে তার শরীরে। রাজধানীর মিরপুরস্থ কিডনি ফাউন্ডেশন হাসপাতালের অধ্যাপক ডা. হারুন-উর রশিদ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে জানান, ওয়াজিজের দু’িট কিডনিই প্রায় অকেজো, সুস্থ্য করতে কিডনি প্রতিস্থাপন জরুরি। এতে প্রায় ৩০ লাখ টাকার প্রয়োজন।
বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার উলানিয়া গ্রামের হতদরিদ্র পরিবারের বাবা-মা হারা এতিম ছেলে মো. আবদুল ওয়াজিজ। উত্তাধিকার সূত্রে ভিটেবাড়ি যা পেয়েছেন, তাও মেঘনার গর্ভে বিলীন হয়ে গেছে। এখন তার চিকিৎসা খরচ বহন করা তো দূরের কথা. তিনবেলা খাবার জোগাড় করাই দায়। এ অবস্থায় তার বোন তানজিলা আক্তার ভাইয়ে চিকিৎসায় সমাজের দানশীল, দয়াবান, ধনবান ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।
সাহায্য পাঠানোর ঠিকানা
তানজিলা আক্তার
হিসাব নং- ১৫২৬২০২৭৫৬৬৯৪০০১
ব্র্যাক ব্যাংক, নর্থ গুলশান শাখা, ঢাকা।
মোবাইল ০১৭৮২২৫৫০০৩ (বিকাশ)

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন