রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

তেঁতুলিয়ায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলা

| প্রকাশের সময় : ১১ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

তেঁতুলিয়া (পঞ্চগড়) উপজেলা সংবাদদাতা : মেধাই সম্পদ-বিজ্ঞান ও প্রযুক্তিই ভবিষ্যৎ এ প্রতিপাদ্যকে সানে রেখে শুরু হল ৩ দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলা।
গতকাল শনিবার সকালে তেঁতুলিয়া উপজেলা পরিষদ চত্তরে ৩ দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম শাহীন উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন ঘোষনা করেন। মেলায় প্রথম দিনে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান ভিত্তিক কুইজ প্রতিযোগীতা, দ্বিতীয় দিনে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে উদ্ভাবনী প্রবল্প উপস্থাপন ও সিম্পোজিয়ামএবং বিজ্ঞান অলিম্পিয়ার্ড নির্বাচন। মেলার শেষ দিনে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে সেরা প্রকল্প উপস্থাপনকারীদের মাঝে পুরস্কার বিতন এর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে বলে। অনুষ্টানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া,আওয়ামীলীগের সভাপতি ইয়াসিন আলী মন্ডল,সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান ডাবলু,জাসদ সভাপতি জাহিদুল ইসলাম প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন