রোববার, ২৬ মে ২০২৪, ১২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

রূপগঞ্জে শিক্ষক সমাবেশ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

| প্রকাশের সময় : ১২ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৮ উপলক্ষ্যে শিক্ষক সমাবেশ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা,নগদ অর্থ প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এতে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম‘র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন , নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের এমপি গোলাম দস্তগীর গাজী বীর প্রতিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি আলম নীলা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওমর ফারুক ভুইয়া , প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জায়েদা আখতার, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান, সাংবাদিক মকবুল হোসেন , খলিল সিকদার প্রমূখ। অনুষ্ঠানের প্রধান অতিথি এমপি গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক ) বলেন, প্রাথমিক শিক্ষা হলো একজন নাগরিকের প্রথম ভীত । এ ভীতকে শক্ত করতে প্রাথমিক শিক্ষার উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এ লক্ষ্যেই কৃতি শিক্ষার্থীদের নগদ অর্থ ও পুরুস্কার দিয়ে বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের নগদ অর্থ ও শিক্ষা সামগ্রি বিতরণ করা হয়েছে। এ সময় সাংস্কৃতিক অনুষ্ঠানে শিশুরা নৃত্য ও গান পরিবেশন করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন