মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১, ২৫ যিলহজ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ভুয়া মুক্তিযোদ্ধা শেখ জালালের সনদ বাতিল

| প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

বগুড়া ব্যুরো : নিয়ম মাফিক তদন্তের পর প্রমাণিত হল বগুড়ার ধুনট উপজেলার শেখ মো: জালালের মুক্তিযোদ্ধা সনদ ছিল ভুয়া। তাই তা বাতিল ঘোষণা হয়েছে। তার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন ধুনটেরই আরেক মুক্তিযোদ্ধা মো: আমিনুল ইসলাম। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বরাবরে ওই অভিযোগের প্রেক্ষিতে মন্ত্রনালয়ের নির্দেশে বগুড়ার ধুনটের উপজেলা নির্বাহী অফিসার স্থানীয় সমাজসেবা অফিসারকে সরেজমিনে বিষয়টি তদন্ত করতে বলায় সমাজসেবা অফিসার তদন্তকালে শেখ জালালের এসএসসি সার্টিফিকেটে উল্লেখিত বয়স হিসেব করে দেখেন মুুক্তিযুদ্ধকালে তার বয়স ছিল ১০ বছর ২ মাস ১০ দিন মাত্র। অথচ প্রজ্ঞাপন অনুযায়ী ওই সময়ে মুক্তিযোদ্ধার সর্বনিম্ন বয়সসীমা হতে হবে ১২ বছর ৬ মাস। বিষয়টি সমাজসেবা অফিসার উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা নির্বাহী অফিসার বগুড়া জেলা প্রশাসকককে জানালে জেলা প্রশাসক তা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ে ১৪-১১-১৭ ইং তারিখের ১৭৭২ নম্বর স্মারকে জানিয়েদেন। পরবর্তিতে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ( জামুকা ) ৫১ তম সভায় শেখ জালালের তদন্ত রিপোর্ট পর্যালোচনায় তার ভুয়া সনদের বিষয়টি ধরা পড়ায় মুক্তিযোদ্ধা বিষয়ক সচিবকে ব্যবস্থা নিতে বলা হয়। ফলে চলতি বছরের জানুয়ারি মাসের ৩ তারিখে শেখ জালালের মুক্তিযোদ্ধা সনদ বাতিল ও গেজেটে প্রকাশিত হয়েছে। বগুড়া মুক্তিযোদ্ধা সংসদে খোঁজ নিয়ে বিষয়টির সত্যতা মিলেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন