যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় নতুন করে সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের একক সিদ্ধান্তে বাসার আল আসাদ সরকারের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়ার ঘোষণার পরপরই পাল্টা হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। রাশিয়ার জেনারেল স্টাফ ভ্যালারি গ্যারাসিমভের উদ্ধৃতি দিয়ে রাশিয়ার হুঁশিয়ারির খবর দিয়েছে সংবাদ সংস্থা রিয়া। রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, সিরিয়ায় কোনো হামলা হলে রাশিয়া পাল্টা পদক্ষেপ নেবে। এর আগে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিক্কি হ্যালি গত সোমবার বলেছিলেন, জাতিসংঘ যদি কিছু করতে না পারে, তবে পূর্ব ঘৌতায় বেসামরিক লোকদের ওপর সিরীয় বাহিনীর বোমা হামলা বন্ধ করতে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নিতে চাইছে। রিয়া।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন