রাজধানীর পশ্চিম ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা বিক্রেতা আলমসহ চারজন ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় তাদের কাছ থেকে এক লাখ ২৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। র্যাব ২ এর একটি দল গোপন খবরে অভিযান চালিয়ে বুধবার মধ্যরাতে তাদের আটক করে।
আজ বৃহস্পতিবার সকালে র্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি ফিরোজ কাউছার এ তথ্য জানান। ফিরোজ কাউছার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে পশ্চিম ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা সম্রাট আলমসহ চারজন ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন