শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

শিক্ষা উপকরণ বিতরণ

রূপগঞ্জে শিক্ষকদের মিলনমেলা

| প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা: প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের লক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ১১৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৯শতাধিক শিক্ষক শিক্ষিকা, কর্মচারী, পরিচালনা কমিটির সদস্যদের গতকাল ১৫ মার্চ বৃহস্পতিবার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ”শিক্ষার জন্য আমরা” এই স্লোগানকে সামনে রেখে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে গাজী গ্রুপ তারাবো পৌরসভার আনন্দপল্লীতে এ সমাবেশের আয়োজন করে।
শিক্ষা উপকরণ বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক)।
বক্তব্যে রাখেন,তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, ওসি মনিরুজ্জামান, উপজেলা শিক্ষা অফিসার জাহেদা আখতার, গাজী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মর্তুজা পাপ্পা, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার শেখ সাইফুল ইসলাম, রূপগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক নাঈম ভূইয়া, নারায়ণগঞ্জ জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রহিম, শিক্ষক নেতা সাইফুদ্দিন ইউসুফ, মোস্তাক আহমেদ, হাজী মো: আলী ওসমান, তারিকুল ইসলাম, কবির হোসেন, আব্দুর রহিম ভুঁইয়া, মঞ্জুর হোসেন, মাহমুদা আক্তার প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন