টঙ্গী সংবাদদাতা : টঙ্গী থানা বিএনপির সভাপতি গাজীপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এসএম শাহান শাহ আলম (৫৮) গতকাল ভোররাত প্রায় সাড়ে তিনটায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল শনিবার বাদ জোহর গাজীপুর রাজবাড়ি মাঠে প্রথম নামাযে জানাযা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাযা কামাড়পাড়া রোড সংলগ্ন ইজতিমা ময়দানের ছাপড়া মসজিদে অনুষ্ঠিত হবে। শাহানশাহ আলম দীর্ঘ দিন ধরে গুরুতর অসুস্থ্য ছিলেন। রাতসাড়ে তিনটায় তাকে উত্তরার বাসা থেকে স্থানীয় ক্রিসেন্ট হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। শাহানশাহ আলমের মৃত্যুুতে গাজীপুর-২ আসনের সাবেক এমপি বিএনপির নেন্দ্রীয় নেতা মুক্তিযেদ্ধা হাসান উদ্দিন সরকার, গাজীপুর জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি ফজলুল হক মিলন, সাধারণ সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ইজাদুর রহমান মিলন, গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ এস.এম সানাউল্লাহ, সেক্রেটারি খায়রুল হাসান, তৃণমূল জনতা পার্টির চেয়ারম্যান ডা. নাজিম উদ্দিন আহমেদ গভীর শোক প্রকাশ করেছেন। তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন