আমতলী (বরগুনা) উপজেলা সংবাদদাতা :
বরগুনার আমতলী উপজেলা ও পৌর বিএনপি উদ্যোগে গতকাল সকাল ১১টায় বিএনপি কার্যালয় মাঠে এক বিশাল কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। কর্মীসভা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরগুনা জেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মোল্লা। আমতলী উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন ফকিরের সভাপতিত্বে কর্মীসভার পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারন সম্পাদক এড. আ. হালিম, সহ-সভাপতি এজেডএম ছালেহ ফারুক, প্রধান বক্তা ছিলেন, সাবেক এমপি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটি, সদস্য মতিয়ার রহমান, সার্বিক পরিচালনায় আমতলী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক জহিরুল ইসলাম মামুন। বক্তব্য রাখেন উপজেলার ৭টি ইউনিয়নের বিএনপির সভাপতি, তোফাজ্জেল হোসেন, রুস্তুম আলী আকন, আ. মন্নান, মহি উদ্দির স্বপন, জালাল উদ্দিন মৃধা, আমিনুল ইসলাম হাওলাদার, নজরুল ইসলাম, অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আইনজীবি সমিতির যুগ্ম সম্পাদক, এড. মোঃ জসিম উদ্দিন প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন