আড়াইহাজারে ব্যটারী চালিত অটো রিক্সার ধাক্কায় আহত স্কুল ছাত্র বিনাইদ হোসেনকে (৬) বাঁচানো গেল না। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক সপ্তাহ চিকিৎসার পর শনিবার রাতে তার মৃত্যু হয়। নিহত বিনাইদ উপজেলার উচিতপুরা ইউনিয়নের ভৈরদী গ্রামের সৌদী প্রবাসী বেনু মিয়ার ছেলে। সে ভৈরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্র।
নিহতের পরিবার জানায়, এক সপ্তাহ আগে উঠোনের খেলার এ পর্যায়ে সকলের অগোচরে বাড়ির পাশের রাস্তায় চলে যায় বিনাইদ হোসেন। এ সময় রাস্তা দিয়ে প্রাণঘাতী নিষিদ্ধ যান ব্যাটারী চালিত রিক্সা তাকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। বাড়ির লোকজন তার কান্নার আওয়াজ শুনে তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এক সপ্তাহ সেখানে চিকিৎসার পর মৃত্যু কাছে হার মানে বিনাইদ। পরিবারের সবাইকে কাঁদিয়ে শনিবার (৩১ মার্চ) রাতে না ফেরার দেশে চলে যায় বিনাইদ। খবর পেয়ে সৌদি থেকে তার পিতা বেনু মিয়া দেশে ফিরে আসেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন