লক্ষীপুরে ৭ বছরের শিশু ছাত্রী ধর্ষনের চেষ্টার অভিযোগে ইসলামিক ফাউন্ডেশনের ইসলাম ভিত্তিক গণ শিক্ষা কেন্দ্রের শিক্ষক আব্দুল জলিল কে আটক করেছে পুলিশ। গতকাল রোববার দুপুরে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউপি কার্যালয় থেকে তাকে আটক করা হয়। এসময় ভিকটিমকে পুলিশি হেফাজতে নেওয়া হয়। এর আগে ওই ইউনিয়নের পশ্চিম চরমনসা শিক্ষা কেন্দ্রে শিশু ছাত্রীকে ধর্ষনের চেষ্টার অভিযোগে অভিযুক্ত শিক্ষককে আটক করে ইউপি কার্যালয়ে নিয়ে আসে । স্থানীয় এলাকাবাসী জানায়, সকালে গণ শিক্ষা কেন্দ্রের শিশু ছাত্রীকে ধর্ষনের চেষ্টা করে হুজুর আব্দুল জলিল। এসময় এলাকাবাসী উত্তেজিত হয়ে তাকে আটক করে মারধরের চেষ্টা চালায়। খবর পেয়ে ইউপি প্যানেল চেয়ারম্যান মো. মানিকসহ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত হুজুর ও ভিকটিমকে উদ্ধার করে। পরে পুলিশে কাছে সোপর্দ করা হয়।
এদিকে ভিকটিমের মা তার সন্তানের নির্যাতনের ঘটনার বিচার দাবী করেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লোকমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্তকে আটক করা হয়েছে, আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন