বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবিতে আমতলী উপজেলা বিএনপির পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হয়েছে। গত ১ এপ্রিল দুপুরে পৌরসভা এলাকা থেকে শহরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মামুন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন বিএনপি ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, মৎস্যদলসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। তাই আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাবন্দি করে রেখেছে সরকার প্রভাব খাটিয়ে তার মুক্তিকে বাধাগ্রস্ত করছে। তারা বলেন, কোনো ষড়যন্ত্রই এ সরকারের শেষ রক্ষা হবে না।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন