বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

তিস্তার পানির দাবিতে রংপুর অভিমুখে রোডমার্চ

৯ এপ্রিল ডালিয়ায় বাসদের সমাবেশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

ভারতের একতরফা পানি প্রত্যাহার আর সরকারের নতজানু নীতির প্রতিবাদে এবং তিস্তাসহ সকল অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর পক্ষ থেকে আজ ৭ এপ্রিল সকালে জাতীয় প্রেসক্লাব থেকে ৩ দিনব্যাপী ঢাকা-তিস্তা ব্যারেজ রোডমার্চ কর্মসূচির উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হবে। রোর্ডমার্চের তৃতীয় দিন ৯ এপ্রিল ডিমলা-ডালিয়া পয়েন্ট হয়ে তিস্তা ব্যারেজে সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হবে। রোর্ডমার্চের উদ্বোধন করবেন বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সিপিবি-বাসদ-বাম মোর্চার অন্যতম কেন্দ্রীয় নেতা কমরেড খালেকুজ্জামান। সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখবেন বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাম মোর্চার অন্যতম নেতা, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, নদী ও পানি গবেষক শেখ রোকনসহ অন্যান্য নেতৃবৃন্দ। নেতারা বলেন, সরকারের নতজানু নীতির কারণে তিস্তার পানি চুক্তি ঝুলে গেছে। ৫৪টি অভিন্ন নদীর পানি আমরা পাচ্ছি না।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন