বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

তিস্তার পানি কমেছে

নীলফামারী সংবাদদাতা : | প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০৩ এএম

তিস্তা নদীর পানি নীলফামারী ডালিয়া তিস্তা ব্যারেজ পয়েন্টে কমেছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে বিপদসীমার ৩৭ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তার পানি। উজানের ঢলে বুধবার(১৮ সেপ্টেম্বর) সকাল ৬ টায় নীলফামারীর ডালিয়া তিস্তা ব্যারেজ পয়েন্টে নদীর পানি বিপদসীমার ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। এরপর থেকে পানি কমতে শুরু করলে সকাল ৯ টায় ১৮ সেন্টিমিটার এবং দুপুর ১২টায় ২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। সন্ধ্যা ৬ টায় বিপদসীমার নিচে নেমে আসে। বুধবার সকাল বিপদসীমার ২৫ সেন্টিমিটার উপরে চলে যাওয়ায় নীলফামারীর ডিমলা উপজেলার পশ্চিমছাতনাই, পূর্বছাতনাই, টেপাখড়িবাড়ি, খালিশা চাপানি, ঝুনাগাছ চাপানী ইউনিয়নের ১৫টি গ্রামে প্রায় ৮ হাজার পরিবার প্লাবিত হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন