বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড পাবেন আনুশকা শর্মা

| প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা সম্মানজনক দাদা সাহেব ফালকে এক্সেলেন্স অ্যাওয়ার্ড পাবেন। অভিনেত্রীটি সমপ্রতি বরুণ ধাওয়ানের বিপরীতে তার আসন্ন চলচ্চিত্র ‘সুই ধাগা’র দিল্লি অংশের শিডিউল শেষ করেছেন।
অভিনয় ছাড়াও আনুশকা চলচ্চিত্র প্রযোজনা করে থাকেন। ভাই কর্ণেশ শর্মার সঙ্গে তিনি নন্দিত ‘এনএইচটেন’, ‘ফিলৌরি’ এবং স¤প্রতি মুক্তিপ্রাপ্ত ‘পরী’ ফিল্মগুলো প্রযোজনা করেছেন। তার ব্যানারের অধীনে নির্মিত চলচ্চিত্রগুলো সাধারণত বস্তুনিষ্ঠ হয়ে থাকে আর সেগুলোতে নতুন প্রতিভাদের সুযোগ দেয়া হয়।
ভারতীয় চলচ্চিত্র অবদানের জন্য দাদা সাহেব ফালকে ফাউন্ডেশন তাকে উপরোল্লিখিত সম্মাননায় ভূষিত করা সিদ্ধান্ত নিয়েছে।
জানা গেছে অভিনেত্রীটি প্রযোজক হিসেবে আরও তিনটি চলচ্চিত্র নির্মাণ করবেন। এছাড়া তার প্রযোজিত ‘পরী’ চলচ্চিত্রটি তামিল ভাষায় নির্মিত হবে। চলচ্চিত্রটি বাণিজ্যিকভাবে তেমন সাফল্য না পেলেও এর বিষয়বস্তু প্রশংসিত হয়েছে এবং ভারতে হরর ধারার চলচ্চিত্রকে পুনঃসংজ্ঞায়িত করেছে। তামিলে হরর ফিল্মের বাড়তি কদর আছে বলে সেখানকার নির্মাতারা ফিল্মটি রিমেক করতে যাচ্ছে।
শরৎ কাটারিয়া পরিচালিত ‘সুই ধাগা’ ছাড়া আনুশকার অভিনয়ে রাজকুমার হিরানি পরিচালিত ‘সান্জু’ এবং আনন্দ এল. রাই পরিচালিত ‘জিরো’ এই বছরই মুক্তি পাবে।
ছবিঃ আনুশকা শর্মা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন