লক্ষীপুরের ৬ষ্ঠ শ্রেণীর মাদরাসা ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষক ও শিক্ষার্থীরা। গতকাল বুধবার সকালে সদর উপজেলার রশিদপুর রহমানিয়া দাখিল মাদ্রাসা সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করে তারা।
এসময় বক্তারা ঘটনার মূল হোতা অভিযুক্ত মুকবুলসহ জড়িতদের অবিলম্ববে গ্রেফতার করে দৃষ্টন্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধনে মাদরাসার অধ্যক্ষ আব্দুল মান্নান সহ-সহকারি শিক্ষক ও শিক্ষাথীরা অংশগ্রহণ করেন। প্রসঙ্গত, গত ২৭ মার্চ মঙ্গলবার বিকালে রশিদপুর রহমানিয়া দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী তার বাড়ির পাশের ফসলী বাগানে পানি দিচ্ছিল। এসময় একই এলাকার বখাটে মুকবুল ওই কিশোরীকে জোরপূর্বক পাশের বাগানে নিয়ে তার সহযোগি দুলালসহ তাকে (ছাত্রীকে) পালাক্রমে ধর্ষণ করে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন