বাংলাদেশ জাতীতাবাতী দল টাঙ্গাইল জেলা শাখার কর্মী সভা অনুুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে টাঙ্গাইল পৌর শহরের শিবনাথ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিলের সদস্য মনিরুল হক চৌধুরী।
টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি কৃষিবিদ সামছুল আলম তোফার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিএনপি›র ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আঃ সালাম আজাদ, শহিদুর ইসলাম বাবুল, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল।
অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা বিএনপি, উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাএদল, শ্রমিক দল, সেচ্ছাসেবক দল, মহিলা দল, তাতী দল ও জাসাসের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কমী সভায় বক্তারা বলেন, অন্যায়ভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে আটক করে রাখা হয়েছে। এ সরকার চায় বিএনপি যেন আগামী সংসদ নির্বাচনে না আসতে পারে। এজন্য বিএনপির সকল নেতাকর্মীদের কে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলা দিয়ে দমিয়ে রাখার চেষ্ঠা করছে। আমরা আমাদের নেত্রীকে কারাগার থেকে মুক্ত না করা পর্যন্ত আন্দোলন করে যাবো।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন