নাশকতার মামলায় ৬ দিন কারভোগের পর বিশিষ্ট শিল্পপতি, ভরসা গ্রুপের পরিচালক, রংপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, পীরগাছা বিএনপির সভাপতি এমদাদুল হক ভরসা জামিনে মুক্তি পেয়েছেন। গতকাল সোমবার দুপুরে তিনি রংপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি লাভ করেন। বিষয়টি নিশ্চিত করে রংপুর জেলা বিএনপির দায়িত্বশীল এক নেতা জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির মামলার রায়ের দিন গত ৮ ফেব্রুয়ারি রংপুর মহানগর বিএনপি দলীয় কার্যালয়ে সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে। কর্মসূচি চলাকালে নগরীর জাহাজ কোম্পানি মোড় এলাকায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই মিলন বাদী হয়ে এমদাদুল হক ভরসাসহ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতার মামলা করে। ওই মামলায় এমদাদ ভরসা হাইকোর্টে হাজির হয়ে আগাম জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত তাকে জামিন দিয়ে নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। গত ১০ এপ্রিল তিনি নি¤œ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানালে বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। তার পর থেকেই তিনি রংপুর কেন্দ্রীয় কারাগারে ছিলেন। গতকাল সোমবার তিনি জামিন পেয়ে মুক্তি লাভ করেন। পরে দলীয় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে কারাগেট থেকে বরণ করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন