আন্তর্জাতিক জোটের অংশ হিসেবে সিরিয়ায় সেনা মোতায়েনের বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক করেছে সউদী আরব। দেশটির পররাষ্ট্র মন্ত্রী আদেল জোবায়েয় এই বৈঠককে সিরীয় সংকটের শুরুর সময় থেকে দুই দেশের মধ্যে চলমান আলোচনার ধারাবাহিকতা দাবি করেছেন। তিনি জানিয়েছেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসনের কাছে এই প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটিকে সিরীয় যুদ্ধের ব্যয় বহনের তাগিদ দেওয়ার কিছুদিনের মধ্যে সেনা মোতায়েনে সউদী-মার্কিন আলোচনার কথা জানা গেল। পূর্ব সিরিয়ায় যুক্তরাষ্ট্রের দুই হাজারের বেশি সেনা মোতায়েন রয়েছে। সিএনএন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন