শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

নেইমার ফিরবেন কবে?

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

একটি করে দিন শেষ হচ্ছে, ঘনিয়ে আসছে বিশ্বকাপের সময়। সারা বিশ্ব ভাসবে ফুটবল জোয়ারে। শুধু এই ক্ষণ গনণা হলে কোন কথা ছিল না; ব্রাজিল তথা ফুটবল ভক্তদের ভাবতে হচ্ছে সময়ের অন্যতম সেরা খেলোয়াড় নেইমারকে নিয়েও। আয়াতকার মাঠের এই শিল্পী বিশ্বকাপের আগে সুস্থ্য হয়ে উঠবেন তো?
ডাক্তারি বিদ্যা বলছে- হ্যাঁ, সবকিছু ঠিক থাকলে ব্রাজিল তারকাকে রাশিয়ায় দেখা যাবে। কিন্তু বল পায় তাকে কবে দেখা যাবে? এর উত্তর দিয়েছেন নেইমার নিজে। তার মতে, মে মাসের মাঝামাঝি পর্যন্ত অন্তত মাঠে ফেরার কোন সম্ভবনা নেই। বর্তমানে পুরোদমে চলছে পুনর্বাসন প্রক্রিয়া। আগামী ১৭ মে পায়ের অস্ত্রোপচারের স্থানে সর্বশেষ মেডিকেল পরীক্ষা করা হবে। তখন জানা যাবে, কবে নাগাত মাঠে ফিরবেন তিনি। তার মানে, অন্তত মে’র ১৭ তারিখের আগে মাঠে ফেরা হচ্ছে না নেইমারের।
সাও পাওলোতে এক সংবাদ সম্মেলনে প্যারিস সেইন্ট-জার্মেই ও ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড বলেন, ‘এখন পর্যন্ত সঠিক কোন দিনক্ষণ নির্ধারণ হয়নি। যদি ভুল না করি তবে মে ১৭। ঐ তারিখটি নির্ধারিত রয়েছে। ঐ দিনই শেষ পরীক্ষা করা হবে। ঐ দিন জানা যাবে কবে ফিরব। সবকিছুই পায়ের উন্নতির উপর নির্ভর করছে।’
ইতোমধ্যেই নেইমারবিহীন পিএসজি লিগ শিরোপা পুনরুদ্ধার করেছে। আগামী ১৯ মে লিগের শেষ ম্যাচে কায়েনের মুখোমুখি হবে পিএসজি। এ ম্যাচে বিশ্বের সবচেয়ে দামী ফুটবলারের মাঠে ফেরার আশা করা হচ্ছে। যদিও এখন সকলের দৃষ্টি ব্রাজিলের হয়ে বিশ্বকাপের দলে নেইমারের ফিরে আসা। আগামী ১৭ জুন রোস্তভে সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ব্রাজিল।
নেইমারের নিজের দৃষ্টিও ক্লাবের হয়ে লিগ ম্যাচ নয়, রাশিয়া বিশ্বকাপে। সেটা জানিয়েই সাবেক বার্সেলোনা তারকা বলেন, ‘আশা করছি টেলিভিশনে আমাকে বিশ্বকাপ দেখতে হবে না। এখনো আমার সামনে প্রস্তুতির যথেষ্ঠ সময় রয়েছে। আশা করছি ঐ সময়ের মধ্যে সুস্থ হয়ে উঠতে পারবো। ইতোমধ্যেই আমি আগের তুলনায় অনেক ভাল অনুভব করছি।’
গত ২৫ ফেব্রুয়ারি লিগ ওয়ানে মার্সেইর বিপক্ষে ম্যাচে ডান পায়ে আঘাত পান ২৬ বছর বয়সী নেইমার। এরপরই তিনি দেশে ফিরে আসেন ও অস্ত্রোপচারের পর বর্তমানে তিনি বিশ্রামে রয়েছেন। গত ৩ মার্চ তার পায়ে সফল অস্ত্রোপচার করেন ব্রাজিল জাতীয় দলের চিকিৎসক রডরিগো লাসমার। তখনই বলা হয়েছিল পুরোপুরি সুস্থ হয়ে উঠতে কমপক্ষে আড়াই থেকে তিন মাস সময় লাগবে।
তার অনুপস্থিতিতে ইতোমধ্যেই রিয়াল মাদ্রিদের কাছে পরাজিত হয়ে চ্যাম্পিয়নস লিগের শেষ ১৬ থেকে বিদায় নিয়েছে পিএসজি। তবে ফ্রেঞ্চ লিগ ওয়ানের পাশাপাশি ফ্রেঞ্চ লিগ কাপও জিতে নিয়েছে প্যারিসের দলটি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন