পিএসজির অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন নেইমার। প্রাক-মৌসুম অনুশীলন ক্যাম্প শুরু হওয়ার এক সপ্তাহ পর দলের সঙ্গে যোগ দিলেন ব্রাজিলিয়ান তারকা।
পূর্ব নির্ধারিত সময়ে দলের সঙ্গে যোগ না দেওয়ায় ক্লাবের পক্ষ থেকে ক্ষব্ধ প্রতিক্রিয়া জানানো হয়। এজন্য নেইমারের বিরুদ্ধে ‘কার্যকর ব্যবস্থা’ নেওয়া হবে বলে বলেও বিবৃতিতে জানায় ক্লাব কতৃপক্ষ। তবে সেই ‘ব্যবস্থা’ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।
রোববার সন্ধ্যায় সাও পাওলো ত্যাগ করেন নেইমার। পরের দিন সকালে দলের অনুশীলনে যোগ দেন ২৭ বছর বয়সী। সত্ত্বরই তিনি ক্লাব ছাড়ার ব্যাপারে স্পোটিং ডিরেক্টর লিওনার্দোর সঙ্গে আলোচনা করবেন বলে বিভিন্ন গণমাধ্যমে জানানো হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন